ক্যাটাগরি

হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি মার্কিন বিমান বাহিনীর

শনিবার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলের কাছে বি-৫২ বোমারু
বিমান থেকে
একটি এয়ার-লঞ্চড র‌্যাপিড
রেসপন্স উইপন
(এআরআরডব্লিউ) ছুড়ে পরীক্ষাটি চালানো হয় বলে
সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা।

“বিমান থেকে আলাদা
হওয়ার পর
প্রত্যাশিত সময়ের মধ্যে এআরআরডব্লিউ’র বুস্টার
জ্বলেপুড়ে শব্দের গতির চেয়ে ৫
গুণ বেশি
হাইপারসনিক গতি অর্জন করে,” বলা
হযেছে বিবৃতিটিতে;
জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে ক্ষেপণাস্ত্রটি কত দূরত্ব
অতিক্রম করেছে বা কত উচ্চতায় উঠেছিল, এ ধরনের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তারা। 

তীব্র গতি এবং
নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হওয়ায়
হাইপারসনিক অস্ত্রের গতিপথ শনাক্ত করা ও
সেগুলোকে বাধা
দেওয়া কঠিন।

ভাণ্ডারে এ ধরনের
অস্ত্র যুক্ত
করার দৌড়ে
কেবল যুক্তরাষ্ট্রই
আছে, এমনটা
নয়।

রাশিয়া ইউক্রেইনের বিভিন্ন
লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে; চীনও
হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে
জানিয়েছেন মার্কিন সামরিক কর্মকর্তারা।

তবে গত অক্টোবরে চীনের
পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের অস্ত্রের
পরীক্ষা চালানোর
কথা অস্বীকার
করেছিল।

আরও পড়ুন:


রাশিয়া এ পর্যন্ত ১০-১২টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে: যুক্তরাষ্ট্র
 

হাইপারসনিক অস্ত্র নিয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া
 

মার্চে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও গোপন রাখে যুক্তরাষ্ট্র
 

ইউক্রেইনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া
 

ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার