ক্যাটাগরি

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

উপজেলার চন্দ্রা এলাকার ‘নুর ফ্যাশন’ নামের ওই কারখানায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম জানান।

সাইফুল বলেন, কারখানার পাঁচতলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সাভার ইপিজেডের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সাভিসের এ কর্মকর্তা জানান। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভবে জানাতে পারেনি তিনি।