ক্যাটাগরি

প্রাথমিকেই গান শিখবে শিশুরা, আড়াই হাজার শিক্ষক পদ হচ্ছে


ছাড়া শারীরিক শিক্ষার জন্য ২ হাজার ৫৮৩ জন শিক্ষকের অস্থায়ী পদ তৈরির উদ্যোগে নেওয়া
হয়েছে। প্রাথমিকের এ দুই বিভাগে মোট ৫ হাজার ১৬৬ জন সহকারী শিক্ষকের পদ সৃষ্টিতে গত
৮ মে আটটি শর্তে সম্মতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন
মন্ত্রণালয়।

চিঠিতে
বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির
(পিইডিপি-৪) আওতায় সংগীত ও শারীরিক শিক্ষায় ৫ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদ অস্থায়ীভাবে
তৈরিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হল।

তবে
সেক্ষেত্রে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি গ্রহণ, অর্থ বিভাগের
বাস্তবায়ন অনুবিভাগ থেকে বেতন স্কেল নির্ধারণ ও প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব
কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে।

যে
তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদ তৈরির সরকারি আদেশ জারি করা হবে, সেই তারিখ থেকে
এই পদগুলো তৈরি হবে।

অস্থায়ী
পদের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৩ সালের ৩ মে জারি করা সরকারি আদেশ অনুসরণ করার
কথাও বলা হয়েছে।

চিঠি
শর্তে আরও বলা হয়, সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ দুটি নিয়োগ বিধিমালায়
অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে। পদ তৈরির চূড়ান্ত আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের
দেওয়া সব শর্ত অবশ্যই উল্লেখ করতে হবে।


ছাড়া পদগুলো তৈরিতে অর্থ বিভাগের সম্মতিপত্রের কপি এবং প্রশাসনিক মন্ত্রণালয়ের পদ
তৈরির সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগে পাঠাতে
হবে।