ক্যাটাগরি

বরিশালে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে পলাতক আসামি গ্রেপ্তার

জেলার
উজিরপুর উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামে বাড়ি থেকে বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা
হয় বলে উজিরপুর থানার ওসি মো. আলী আর্শাদ জানান।

গ্রেপ্তারকৃত
কামাল হোসেন বিপ্লব ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। রাজধানী
ঢাকার মতিঝিল ও শ্যামপুর থানায় দুটি হত্যা মামলার আসামি কামাল।

ওসি
আলী বলেন, কামাল ক্রসফায়ারে নিহত রোজেন
নামে এক অপরাধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ
একাধিক মামলা রয়েছে। তাছাড়া কামাল দুটি মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া পলাতক
আসামি।

শ্বশুর
আবুল হোসেন খানের মৃত্যুর খবর পেয়ে বুধবার বাড়ি যান কামাল। গোপন খবর পেয়ে পুলিশ
সেখান থেকে তাকে গ্রেপ্তার।

ওসি বলেন, ২০০৮
সালের ১৩ অগাস্ট ঢাকার শ্যামপুর থানার রায়েরবাগ বাসস্ট্যান্ডে ‘তমা হোটেল সুইটস
ফাস্ট ফুড অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে’ এলোপাতাড়ি গুলি করে হোটেল মালিক ফরিদ
সরদারকে হত্যা করেন কামাল। তাছাড়া ২০০৯ সালের ৪ মে ঢাকা বিভাগীয় কমিশনার
কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল খাদেমকে গুলি করে হত্যা করেন কামাল।