ক্যাটাগরি

ব্লুচিজ ই-কমার্সে ছাড় পাবেন ইউসিবি কার্ডধারীরা

গ্রাহকদের এ সুবিধা দিতে
বুধবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং ব্লুচিজ আউটফিটারের মধ্যে একটি
সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায় ইউসিবির
সকল ডেবিট/ক্রেডিট/প্রিপেইড কার্ডধারীরা বছরব্যাপী ব্লচিজ আউটফিটারের ওয়েবসাইট
blucheez.com.bd থেকে পণ্য কিনলে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

ইউসিবির উপ-ব্যবস্থাপনা
পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এফসিএস এবং ব্লুচিজ আউটফিটারের প্রতিষ্ঠাতা মো.
কামরুজ্জামান নিজ নিজ কোম্পানির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

অন্যদের মধ্যে ব্যাংকের
হেড অফ ন্যাশনাল সেলস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইরিং আবুল কালাম আজাদ এবং ব্লুচিজ
আউটফিটারের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জোশুয়া এডওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন।