ক্যাটাগরি

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রী রোজিনা হত্যা: ৪ জনের যাবজ্জীবন

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে আমির হোসেন আলামিন ওরফে কয়লা (২৬), একই এলাকার পৌর ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে মো. হুমায়ূন কবির (৩৪), আবদুল মতিনের মেয়ে আঁখি আক্তার রুমা (২৫) ও বামনী গ্রামের মোস্তফার ছেলে মো. বাহার ওরফে জামাই বাহার (৩১)।

রায় ঘোষণার সময় আমির ও আঁখি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী জসিম উদ্দিন রায় জানান।

মামলার বরাতে তিনি জানান, আমিরের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৬ সালের ১১ ডিসেম্বর রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের মনেয়ারা বেগমের পালক মেয়ে রোজিনাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন ওই এলাকার ফারুকীয়া মাদ্রাসার পাশে একটি বাগানের ভেতর রেজিনার লাশ পাওয়া যায়।

এ ঘটনার পরদিন মনোয়ারা বাদি হয়ে রায়পুর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ এ ঘটনায় আঁখিকে গ্রেপ্তার করলে তিনি আদালতে জবানবন্দি দেন। পরে তার জবানবন্দি অনুসারে আমিরকে গ্রেপ্তার করা করা হয়।

তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ২৮ জুন চারজনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।