বুধবার সকালে উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান।
মৃতরা হলেন-সদর উপজেলার সদানন্দপুর গ্রামের নাজমুল হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা (৬) ও বাঐতারা গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের মেয়ে রাজিয়া সুলতানা (৩৭)।
এ ঘটনায় আহত আয়েশার মা আকলিমা খাতুন ও নানি রহিমা খাতুনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি গাড়ি মোটর চালিত যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এ সময় ভ্যানের পাঁচ যাত্রীর মধ্যে শিশুসহ দুইজন ঘটনাস্থলেই মারা যায়।”
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান মোসাদ্দেক।