উত্তরাধিকার সূত্রে অর্থ-সম্পতি পাওয়ার
খবরটা সুখ দুঃখের এক অদ্ভুত মিশ্রণ। একদিকে সম্পদ যেমন পাচ্ছেন অপরদিকে হয়ত হারিয়েছেন
জীবনের খুব প্রিয় একজন মানুষকে।
অপরিকল্পিত উৎস থেকে অর্থ আসার খবরটা
মনে উত্তেজনা তৈরি করবেই। তবে সেই উত্তেজনাকে সামাল দিয়ে কিছু আর্থিক পরিকল্পনা করা
জরুরি।
ধৈর্য্য ধরুন, সাবধান থাকুন
ক্যালিফোর্নিয়ার আইন বিশেষজ্ঞ, ‘ট্রাস্ট
অ্যান্ড উইল’য়ের ‘হেড অফ লিগাল’ প্যাট্রিক হিকস ‘রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে
বলেন, “উত্তরাধিকার সূত্রে আপনি যাই পান না কেনো তা সঙ্গে সঙ্গেই আপনার হাতে চলে আসে
না। মালিকানা বদল, মাপজোখ, অন্যান্য ভাগিদারদের সঙ্গে বোঝাপড়া ইত্যাদি বিভিন্ন বিষয়
সামাল দিতে হবে। আর দেশভেদে এই উত্তরাধিকার সম্পদের নিয়ম কানুনও বিভিন্ন। তাই সাবধান
হতে হবে, ধৈর্য্য রাখতে হবে।”
“আবার যখন সেই সম্পদ হাতে পেলেন তখন আপনাকে
আরও সাবধান হতে হবে। ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে সম্পদটাকে কীভাবে কাজে লাগানো যায়।
হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা বড় কোনো খরচ করে ফেলা যাবে না।”
পরামর্শ নিন
হিকস বলেন, “হাতে অর্থ আসার পর বিনিয়োগ
বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে পারেন। কারণ হাতে অর্থ যেমন আসবে তেমনি আসবে কর দায়বদ্ধতাও।
অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করলে কীভাবে আইনে আওতায় থেকে কর দায়বদ্ধতা কমানো যায় এবং সঠিক
বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে লাভবান হওয়া সেটা জানতে পারবেন।”
মিশিগানে অবস্থিত সিমাসকো ল’য়ের আইনি
বিশেষজ্ঞ প্যাট্রিক সিমাসকো বলেন, “উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির বন্টনটাও একজন
উকিলের মাধ্যমেই হবে। এখন সেই সম্পদ দিয়ে কী করা যায় সেই পরামর্শ ওই উকিলের কাছেই নিতে
হবে এমন কোনো কথা নেই, না নেওয়াই বরং ভালো।”
অন্য একাধিক আইন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে
তারপর সিদ্ধান্ত নিন কোনটা আপনার জন্য সঠিক।
যেমন একটা ভালো বুদ্ধি হতে পারে ওই সম্পদ
ব্যবহার করে নিজের অবসর জীবনটাকে সাচ্ছন্দ্যময় করা পরিকল্পনা করা।
নর্থ ক্যারোলাইনা’র ‘সোডোমা ল’য়ের উকিল
ডেভিড ডুফল্ট বলেন, ‘বর্তমান এবং ভবিষ্যত কর দায়বদ্ধতার বিষয়টাও মাথায় রাখতে হবে। এজন্য
একজন কর ও শূল্ক বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীর সঙ্গেও পরামর্শ করা উচিত।”
মোট সম্পদের হিসাব করা
ডুফল্ট বলেন, “উত্তরাধিকার হিসেবে যা
পেলেন তা হয়ত আপনাকে কোটিপতি করে তুলবে না। তবে আপনার মোট সম্পদের সঙ্গে যুক্ত হয়ে
কী পরিস্থিতি দাঁড়াবে সেটা নিয়ে ভাবা উচিত। হতে পারে দীর্ঘদিন ধরে কোনো আর্থিক পরিকল্পনা
হাতে নিতে পারছিলেন না। এখন নতুন সম্পদ পাওয়া পর তা সম্ভব কি-না সেটা ভেবে দেখা উচিত।
উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়ার খবর বেশিরভাগ ক্ষেত্রেই আগেভাগেই জানা যায়। সেই অনুযায়ী
ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে।”
“পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল-
সম্পদ সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র। মালিকানা বদলটা সঠিকভাবে হল কি-না, মাপে গড়মিল
থেকে গেল কিনা, সম্পদের মালিকানার ইতিহাসে কোনো ফাঁক রয়ে গেল কি-না ইত্যাদি নানান বিষয়ে
নজর দিতে হবে।”
আরও পড়ুন