সদর উপজেলার পাওয়েল এলাকায় আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সড়কে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা হতাহত হন বলে সদর থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান।
নিহতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের দুখুর মোড় গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে ধানকাটা শ্রমিক বুলবুল (৩০), ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ি গ্রামের মন্টু মিয়া (৪৫) ও সতের রশিয়া গ্রামের আসাদুল (২৬)।
ওসি মোজাফফর স্থানীয়দের বরাতে বলেন, নওগাঁর চকগৌরী থেকে ধান কেটে ট্রাক করে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বুলবুল ঘটনাস্থলেই নিহত হন। মন্টুকে আহত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। আর গুরুতর আহত আসাদুলের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠান চিকিৎসক। পথে তিনি মারা যান।
অন্য আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রয়েছে বলেও তিনি জানান।