ক্যাটাগরি

নারায়ণগঞ্জে স্কুলছাত্র হত্যার অভিযোগে আটক ৪ সহপাঠী

সদর উপজেলার ফতুল্লার ইসদাইররে মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান।

মৃত ধ্রুব চন্দ সাহা (১৫) ওই এলাকার মাদব চন্দ্রের ছেলে ও স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিল। 

আটকরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হল না।    

স্থানীয়দের বরাতে পরিদর্শক বলেন, “ধ্রুবর সঙ্গে তার ক্লাসের কয়েকজন সহপাঠীর বিরোধ ছিল। রাতে ধ্রুবকে তারা এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় ধ্রুবর চিৎকারে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

“সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ”

এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।