ক্যাটাগরি

পিরোজপুরের সড়কে কলেজছাত্র নিহত, বাসে আগুন

নিহত মিলন হোসেন (১৭) জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে। উপজেলার তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন মিলন।

বুধবার সকালে উপজেলার পিজিএইচ বিদ্যালয়ে সামনে মঠবাড়িয়া-তুষখালী-চরখালী সড়কে বাসটি তাকে ধাক্কা দেয় বলে জানান মঠবাড়িয়া থানার ওসি মুহাম্মদ নূরুল ইসলাম বাদল।

তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রভাষক রঞ্জন পাইক বলেন, “সকালে চট্টগ্রাম থেকে আসা রোহান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণহীন গতিতে চলছিল। পথে মিলনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।”

এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাসে আগুন দেয়। তাছাড়া তারা বাসচালকের বিচার দাবিতে কলেজের সামনে সড়ক অবরোধ করে। তবে প্রশাসনের বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

ওসি নূরুল বলেন, রোহান পরিবহনের বাসটি আটক করে থানায় নিয়ে আসার আগেই টিকাকাটা এলাকায় ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। বাসের চালককে আটকের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।