চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।
নিহত হাফিজুল ইসলাম (৭) কুতুপালং ১ নম্বর ইস্ট রোহিঙ্গা শিবিরের আলী আহমেদের ছেলে।
এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিবিরের আজগর আলীর ছেলে নূর আলম (৫৯) ও তার ছেলে আনোয়ার মোস্তফার (১২) মৃত্যু হয়।
দগ্ধ আরও তিনজন চিকিৎসাধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।
গত ১২ মে সকালে রান্না করার সময় ‘গ্যাসের চুলার সংযোগ পাইপ বিচ্ছিন্ন হয়ে’ আগুন লাগলে নূর আলম, তার স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হয়। এ সময় আরও দুই প্রতিবেশী তাদের সাহায্য করতে গিয়ে দগ্ধ হন। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠায়।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ বলেন, নিহতদের মরদেহ এখনও উখিয়ায় পৌঁছায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ূন: