সাউথ্যাম্পটনের মাঠে মঙ্গলবার
পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় তুলে নেওয়া লিভারপুল ৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে
আছে। এক পয়েন্ট বেশি নিয়ে ম্যানচেস্টার সিটি শীর্ষে।
আগামী রোববার লিভারপুল ঘরের
মাঠে খেলবে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে। একই সময়ে পেপ গুয়ার্দিওলার দল মুখোমুখি
হবে অ্যাস্টন ভিলার।
নিজেদের ম্যাচে জিতে গেলেই
শিরোপা ঘরে তুলবে সিটি। পাঁচ বছরের মধ্যে যা হবে তাদের চতুর্থ লিগ শিরোপা।
তবে সিটি পয়েন্ট হারালে লিভারপুলের
সামনে খুলে যাবে দুয়ার। সেক্ষেত্রে উলভসের বিপক্ষে জিতলে মৌসুমে তৃতীয় শিরোপা জয়ের
আনন্দে মাতবে তারা।
সিটির প্রতিপক্ষ অ্যাস্টন
ভিলাকে চার দিনের ব্যবধানে দুটি ম্যাচ খেলতে হবে। লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন
জেরার্ডের দল বৃহস্পতিবার খেলবে তলানির দল বার্নলির বিপক্ষে।
সব মিলিয়ে শিরোপার প্রশ্নে
ক্লপ কঠিন সমীকরণের কথাই মনে করিয়ে দিলেন।
“এটা সম্ভব, বেশ কঠিন হলেও
সম্ভব। এতটুকু বলাই যথেষ্ট। আমাদের যদি কেউ চ্যাম্পিয়ন দেখতে চায়, তাহলে আমাদের প্রথমে
জিততে হবে এবং সিটির বিপক্ষে অ্যাস্টন ভিলাকে পয়েন্ট পেতে হবে।”
“সবাই জানি যে আমরা কখনো
হাল ছাড়ি না। আমরা চেষ্টা করে দেখব। ঘরের মাঠে খেলা, মৌসুমের শেষ হোম ম্যাচ। পরিবেশটা
(গ্যালারির) অসাধারণ হতে হবে। আর তা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমাদের নিজেদের
কাজ করতে হবে।”
অ্যাস্টন ভিলার জন্য সিটির
বিপক্ষে পয়েন্ট আদায় করা যে কঠিন, সেই বাস্তবতাও তুলে ধরলেন ক্লপ।
“অবশ্যই এটি খুব কঠিন, কারণ
সিটি অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে খেলবে, যারা কিনা বৃহস্পতিবারও খেলবে। বার্নলির
বিপক্ষে তাদের (অ্যাস্টন ভিলা) ম্যাচটা কঠিন হবে, কারণ তারা (বার্নলি) টিকে থাকার জন্য
লড়ছে।”