ক্যাটাগরি

আসামি ‘ছিনতাইয়ের চেষ্টা’, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্পাদক গ্রেপ্তার

র‌্যাব-৩ এর একটি দল বৃহস্পতিবার
ভোরে ঢাকার সবুজবাগ এলাকা থেকে মো. সাঈদী হোসেন নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে আটক করে। ওই সময়ই জোবায়কে গ্রেপ্তার করা হয়, তবে র‌্যাব
আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় বিকালে।

সাঈদীকে গ্রেপ্তারের
বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সকালে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর
নাম ব্যবহার করে সে চাঁদাবাজি এবং সন্ত্রাসী চালিয়ে আসছিল। র‌্যাব-৩ এর একটি দল
অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার কাছে অস্ত্র, গুলি ও মাদক পাওয়া গেছে।”

সাঈদী হোসেন এক সময়
সবুজবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ‘চাঁদাবাজি, মাদক
সম্পৃক্ততা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের’ কারণে ২০১৯ সালে তাকে
ওই পদ থেকে বাদ দেওয়া হয়।

এরপর ২০২১ সালের
মাঝামাঝি সময়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত
একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, সেখানে সাঈদী হোসেনকে মহানগর দক্ষিণের সহ
সভাপতির পদ দেওয়ার কথা বলা হয়। তখন থেকে ওই পরিচয়েই কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন
তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘চাঁদাবাজি’, সবুজবাগের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
 

ছাত্রলীগ নেতাকর্মীরা
জানান, ভোররাতে র‌্যাব সাঈদীকে গ্রেপ্তার করতে গেলে কয়েকশ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে
র‌্যাবের গাড়ি অবরুদ্ধ করে রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক
জোবায়ের আহমেদ। পরে র‌্যাবের সঙ্গে পুলিশ সদস্যরা যুক্ত হলে ছাত্রলীগ কর্মীরা পিছু
হটে।

মহানগর দক্ষিণ
ছাত্রলীগের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাঈদীকে
দক্ষিণের সহ সভাপতির পদ জোবায়েরই দিয়েছেন। তিনি র‌্যাবের কাছ থেকে সাঈদীকে ছিনিয়ে
নেওয়ার চেষ্টা করেছিলেন। তখন তাকেও আটক করা হয়।”

সকালে
বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব
জানায়, সাঈদীকে গ্রেপ্তার অভিযানের সময় জোবায়ের আহমেদ ‘দেড় থেকে দুইশ লোকজন নিয়ে
হামলা চালান এবং সাঈদীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা’ করেন। তখন র‌্যাব ঘটনাস্থল থেকে
জোবায়েরকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর দক্ষিণ
ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাঈদী
সহ-সভাপতি হয়েছেন এমন একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে আমি ওই চিঠি
সম্পর্কে অবগত নই। সেটা জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর চিঠি দিয়েছি গত বছর
সেপ্টেম্বরে, যাতে ব্যবস্থা নেওয়া হয়। তিনি কীভাবে দলীয় পরিচয় দেন সেটা আমার জানা
নেই।”