সদর উপজেলার দহকুলা
সরদারগাড়া মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কুষ্টিয়া থানার ওসি সাব্বিরুল আলম
জানান।
নিহত জীবন আলী (১৮) ওই
এলাকার ট্রলিচালক শুকুর আলীর ছেলে। স্থানীয় মোহাম্মদ শাহী উচ্চবিদ্যালয়ের এসএসসি
পরীক্ষার্থী ছিল সে।
তার মা যমুনা খাতুন (৪২)
জানান, বুধবার সন্ধ্যার পর জীবন মটরসাইকেল নিয়ে ‘একটু ঘুরে আসি’ বলে বের হয়ে।
কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি।
সকালে ছেলের লাশের খবর
পান তিনি।
জীবন মাদকসেবী কিশোরদের সঙ্গে
মেলামেশা করছিল বলে খবর পেয়েছিলেন তার মামা রুহুল আমীন।
মামার অভিযোগ, “জীবনকে
হত্যা করা হয়েছে। তার লাশের কাছে একটি হাতঘড়ি ও একজোড়া স্যান্ডেল পাওয়া গেছে। এগুলো
জীবনের না। হত্যাকারীর সঙ্গে জীবনের ধ্বস্তাধ্বস্তি হয়েছিল হয়ত। খুনি মটরসাইকেল না
নিলেও জীবনের মোবাইল ফোন নিয়ে গেছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড তাতে কোনো সন্দেহ
নেই।”
তবে পরিবার এখনও থানায়
অভিযোগ দেয়নি।
কুষ্টিয়া সদর হাসপাতালের
চিকিৎসক আশরাফুল আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের
শরীরের মধ্যে প্রচুর রক্তক্ষরণ ছিল। কিভাবে হত্যাকাণ্ডটি ঘটেছে তা ময়নাতদন্ত প্রতিবেদনে
বোঝা যাবে।”
অভিযোগ পেলে পুলিশ খুনি
ধরতে মাঠে নামবে বলে জানান ওসি সাব্বিরুল আলম।