প্রতীকী ছবি
বুধবার
রাতে উপজেলার পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ
জানায়।
নিহত
জাহেদুল ইসলাম (১৯) চন্দনাইশ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পৌরসভার
চৌধুরী পাড়ায় তার বাড়ি।
এ
ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।
চন্দনাইশ
থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব বিরোধের জেরে
রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহেদুলরা তাদের প্রতিপক্ষের ওপর হামলা করতে যায়। এসময়
প্রতিপক্ষের লোকজন তাদের ধাওয়া করে এবং ছুরিকাঘাতে জাহেদুলসহ আরও তিন জন আহত হয়।”
আহতদের
প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখানে থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহেদুলকে মৃত ঘোষণা করেন।