ক্যাটাগরি

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই উৎসব করতে চায় লিভারপুল

গত ফেব্রুয়ারিতে চেলসিকে
হারিয়ে লিগ কাপের শিরোপা জেতে লিভারপুল। এরপর গত শনিবার একই প্রতিপক্ষকে হারিয়ে
এফএ কাপ চ্যাম্পিয়ন হয় তারা।

প্রিমিয়ার লিগের লড়াইয়েও ভালোভাবে
আছে লিভারপুল। যদিও শিরোপা ভাগ্য নেই তাদের হাতে। ৩৭ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে দুই
নম্বরে আছে অ্যানফিল্ডের দলটি। সমান ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার
সিটি।

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য
লিভারপুলের শিরোপা জেতার সম্ভাবনা সমানে সমান। প্যারিসে আগামী ২৮ মে ফাইনালে তাদের
প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের ফলাফল যাই হোক, পরদিন দেশে ফিরে ভিক্টোরি প‍্যারেড করবে ‘অল রেড’ নামে পরিচিত দলটি।

পুরুষ
দলের সঙ্গে যোগ দেবে লিভারপুলের নারী দলও। চলতি মৌসুমে উইমেন্স এফএ কাপ জিতেছে
তারা।