অধস্তন
আদালতের বিচারকদের ‘অতি প্রয়োজন’ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন প্রধান
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বৃহস্পতিবার
প্রধান বিচারপতির আদেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমানের
স্বাক্ষরিত এক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে
বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা
যাচ্ছে, অধস্তন আদালতের বিচারকদের বিভিন্ন কারণ দেখিয়ে বিদেশ ভ্রমণের প্রবণতা বৃদ্ধি
পেয়েছে।
“বিচারপ্রার্থী জনগণের
দ্রুত বিচারিক সেবা প্রদানের উদ্দেশ্যে এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে
অধস্তন আদালতের বিচারকদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহার করতে প্রধান বিচারপতি
অভিপ্রায় ব্যক্ত করেছেন।”
অতি জরুরি
প্রয়োজন ছাড়া অধস্তন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণের আবেদন না করার জন্য প্রধান
বিচারপতি এ নির্দেশ দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এর আগে
১২ মে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায়
সব ধরনের বৈদেশিক ভ্রমণ সীমিত করে পরিপত্র জারি করে সরকার।
এরপর
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করে বুধবার এক সার্কুলার
জারি করে।