নেশন্স লিগে আগামী মাসে চারটি ম্যাচ খেলবে ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘরের মাঠে ও তাদের মাঠে খেলবে তারা। এছাড়া অস্ট্রিয়ার মাঠে খেলতে যাবে এবং ডেনমার্কের বিপক্ষে নিজেদের আঙিনায় খেলবে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচগুলোর জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের দল ঘোষণা করেন দেশম।
চোটের কারণে ফ্রান্সের গত দুই ম্যাচে খেলতে পারেননি বেনজেমা। গত মার্চে ওই দুই ম্যাচে কোত দি ভোয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে একটি করে গোল করেন জিরুদ।
ওই দুই গোলে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা থিয়েরি অঁরির (৫১) মাত্র তিন গোল ব্যবধানে উঠে আসেন জিরুদ (৪৮)। দল থেকে বাদ পড়ায় রেকর্ডটি গড়ার পথে অপেক্ষা বাড়ল এসি মিলান ফরোয়ার্ড জিরুদের।
জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মার্সেইয়ের মিডফিল্ডার বুবাকার কামারা।