ক্যাটাগরি

ভুল করে ইরাক আক্রমণকে ‘অযৌক্তিক’ বললেন জর্জ বুশ

বুধবার ডালাসে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় রাশিয়ার রাজনৈতিক পদ্ধতির সমালোচনা করতে গিয়ে বুশ এসব মন্তব্য করেন।

“এক ব্যক্তি সিদ্ধান্তে ইরাকের ওপর পুরোপুরি অযৌক্তিক ও বর্বর আক্রমণ শুরু করা, রাশিয়ায় ক্ষমতার ভারসাম্য না থাকার ফল এটা,” বলেন বুশ।

পরে নিজেকে সংশোধন করে মাথা ঝাঁকিয়ে বলেন, “মানে, ইউক্রেইনে ওপর।”

এ সময় শ্রোতারা হাসিতে ফেটে পড়লে তিনি পরিহাসচ্ছোলে এই ভুলের জন্য নিজের বয়সকে দায়ী করেন।

২০০৩ সালে বুশ প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্র ইরাকে ‘ব্যাপক বিধ্বংসী অস্ত্র’ থাকার অভিযোগ তুলে দেশটিতে আক্রমণ চালায়, কিন্তু ওই অস্ত্র কখনোই পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে চলা ওই যুদ্ধে প্রায় দেড় লাখ মানুষের মৃত্যু হয় এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুশের মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। টুইটারে ডালাস নিউজের একজন সাংবাদিকের করা একটি ভিডিও ক্লিপের পোস্টে ৩০ লাখেরও বেশি ভিউ হয়।

বক্তৃতায় যু্ক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট ইউক্রেইনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে ব্রিটেনের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নেতা উইনস্টন চার্চিলের সঙ্গে তুলনা করেন এবং ইউক্রেইনে আক্রমণ শুরু করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা করেন।