ক্যাটাগরি

হাওরের হিজল গাছ থেকে পাখির ছানা আনতে গিয়ে সলিল সমাধি

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার
সদর ইউনিয়নের পালইকান্দা হাওরের মরা নদী থেকে শিশুটি মরদেহ উদ্ধার করা হয় বলে খালিয়াজুরী
থানার ওসি মজিবুর রহমান জানান।

নিহত আল মামুন (১০) উপজেলার ছোটহাটি গ্রামের
মো. অনির মিয়া ছেলে।

ওসি মজিবুর রহমান বলেন, মামুন শিশুদের সঙ্গে
মরা নদী সাঁতরে হাওরের হিজল গাছের পাখির বাসা থেকে ছানা আনতে যায়। মাঝ নদীতে গিয়ে সে
তলিয়ে যায়। এরপর আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
জরুরি বিভাগের চিকিৎসক মো. রেজাউল করিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।