টাটা গ্রুপের চেয়ারম্যান ইমেরিটাস
রতন টাটা তার সাধারণ জীবনযাপনের জন্য পরিচিত।
মঙ্গলবার টাটা গ্রুপের মালিকানাধীন
মুম্বাইয়ের সুরম্য তাজ হোটেলে টাটা কোম্পানিরই তৈরি ভারতের সবচেয়ে সস্তা গাড়ি টাটা
ন্যানোটে চড়ে আসেন তিনি। এতে অনেকেই অবাক হন, কারণ টাটা মোটর কোম্পানি জাগুয়ার ও ল্যান্ড
রোভার্সের মতো গাড়িও তৈরি করে।
এ সময় গাড়ির সামনের আসনে চালকের
পাশে বসা রতন টাটার সঙ্গে কোনো দেহরক্ষীও ছিল না।
অনেকেই এটিকে রতন টাটার সহজ জীবনযাপনের
‘অনন্য’ উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন, জানিয়েছে বিবিসি।
২০০৯ সালে টাটা মোটর্স ন্যানো
গাড়ি বাজারে ছেড়েছিল। মাত্র এক লাখ রুপি মূল্যের এই গাড়িটি তখন ভারতের বাজারে ব্যাপক
সাড়া ফেলেছিল। কিন্তু প্রাথমিক সাফল্য ও উচ্ছ্বাসের পর উৎপাদন ও বিপণন সমস্যার কারণে
ব্রান্ডটি প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়তে শুরু করে, এতে ১০ বছর পর এর উৎপাদন বন্ধ করে
দেয় কোম্পানিটি।
প্রথম ব্যাচের এক লাখ এক লাখ
ন্যানো গাড়ি লটারির মাধ্যমে বিক্রি করা হয়েছিল। এতে যোগানের চেয়ে চাহিদা বেশি বলে বোঝা
গিয়েছিল। কিন্তু পরবর্তী বছরগুলোতে ন্যানোর বাজার পড়ে যায়।
ন্যানো বাজারে ছাড়ার সময়ই ভুল
হয়েছে বলে ২০১২ সালে স্বীকার করেন রতন টাটা। কিন্তু ন্যানো প্রকল্প তার হৃদয়ের কাছেই
রয়ে যায়। প্রায়ই এই গাড়িটিকে তিনি ‘সব ভারতীয়দের জন্য একটি সাশ্রয়ী মূল্যের গাড়ি’ বলে
বর্ণনা করেছেন।
বলিউডের সবচেয়ে জনপ্রিয় পাপারাজ্জি
ভাইরাল ভায়ানি ন্যানোতে চড়ে রতন টাটার তাজ হোটেলে আসার একটি ভিডিও পোস্ট করার পর সামাজিক
যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঢল নামে।