পঞ্চম দিন শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭ বাংলাদেশ ১ম ইনিংস: ১৭০.১ ওভারে ৪৬৫ শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩৭ ওভারে ১১৩/৪ |
অল্পের জন্য বেঁচে গেলেন করুনারত্নে
অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফেরানোর পরের ওভারে একটুর জন্য আরেকটি উইকেট পেলেন না তাইজুল ইসলাম।
ওভারের দ্বিতীয় বলটি উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টায় অল্পের জন্য শর্ট লেগে ক্যাচ দেননি করুনারত্নে। বল সামান্য সামনে পড়ে ফিল্ডার মাহমুদুল হাসান জয়ের।
এক বল পর আসে কঠিন সুযোগ। টার্ন করে বেরিয়ে যাওয়া বল ব্যাটে লাগান করুনারত্নে। বল যায় লেগ স্লিপে। ক্যাচের চেষ্টা করেন ইয়াসির আলি চৌধুরি। কিন্তু তার হাতের একটু সামনে পড়ে বল।
তখন ৪১ রানে খেলছিলেন লঙ্কান অধিনায়ক।
শূন্যতেই শেষ ম্যাথিউস
প্রথম ইনিংসে ১৯৯। এবার কিনা রানের খাতাই খুলতে পারলেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে শূন্য রানে সাজঘরে ফেরত পাঠালেন তাইজুল ইসলাম।
১৩ বল খেলে ফেললেও রান করতে পারছিলেন না ম্যাথিউস। সেই বৃত্ত ভাঙতেই হয়তো আগ্রাসী শট খেলতে গেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তাতে বিদায় নিতে হলো তাকে হতাশা নিয়েই।
৩৬তম ওভারের শেষ বলটি ব্যাটের নিচে পেয়ে বোলারের মাথার ওপর দিয়ে ওড়ানোর চেষ্টা করেন ম্যাথিউস। কিন্তু ব্যাটে খেলতে পারেননি ঠিকমতো।
সজোরে হাঁকানো বলটি সোজা যায় বোলার তাইজুলের কাছে। দারুণ দক্ষতায় বল মুঠোয় জমিয়ে আনন্দে মাতেন বাঁহাতি স্পিনার।
উইকেটে ৪১ রান করা দিমুথ করুনারত্নের সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভা।
তাইজুলের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড মেন্ডিস
প্রথম ঘণ্টার অস্বস্তি যেন মুহূর্তেই ঝেড়ে ফেলল বাংলাদেশ। পানি-পানের বিরতির পর দ্বিতীয় বলেই আগ্রাসী কুসল মেন্ডিসকে বোল্ড করে দিলেন তাইজুল ইসলাম।
৪৩ বলে ৪৮ রান করে ফিরলেন মেন্ডিস। তার ইনিংসটি গড়া ৮ চার ও এক ছক্কায়।
৩২তম ওভারের দ্বিতীয় বলটি পা বাড়িয়ে ডিফেন্স করেন মেন্ডিস। কিন্তু লেংথে পড়ে টার্ন করা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি।
ব্যাট পেরিয়ে বেরিয়ে যেতে যেতে শেষ মুহূর্তে মেন্ডিসের অফ স্টাম্পে ছোবল দেয় বল। অবাক হয়ে যান মেন্ডিস, উল্লাসে মাতে বাংলাদেশ।
৩৪ রানে খেলছেন দিমুথ করুনারত্নে। উইকেটে তার সঙ্গী প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউস।
রান জোয়ারের প্রথম ঘণ্টা
শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলা কুসল মেন্ডিসের সৌজন্যে দ্রুত রান বাড়াচ্ছে শ্রীলঙ্কা। পঞ্চম দিনের প্রথম ঘণ্টা নিজেদের করে নিয়েছে সফরকারীরা।
এই সময়ে খেলা হয়েছে ১৩.৫ ওভার। লঙ্কানরা তুলে ফেলছে ৬৭ রান। ৩১ ওভার শেষে তাদের রান ২ উইকেটে ১০৬। এখন পর্যন্ত ৩৮ রানে এগিয়ে তারা।
বিধ্বংসী ব্যাটিংয়ে ফিফটির দিকে এগিয়ে যাচ্ছেন কুসল মেন্ডিস। ৪১ বলে ৮ চার ও এক ছক্কায় ৪৮ রানে খেলছেন তিনি। দেখেশুনে খেলা দিমুথ করুনারত্নের রান ৯০ বলে ৩৪।
কঠিন সুযোগ হাতছাড়া
সকাল থেকে যে একটি সুযোগ তৈরি করতে পেরেছে বাংলাদেশ, তাও হাতছাড়া হয়েছে। যদিও বেশ কঠিন ছিল সুযোগটি।
তাইজুল ইসলামের করা ২৬তম ওভারের চতুর্থ বলটি পা বাড়িয়ে ডিফেন্স করেন কুসল মেন্ডিস। লেংথে পড়া বল টার্ন করে ব্যাটের বাইরের কানা নিয়ে ফাঁকি দেয় কিপার ও প্রথম স্লিপে থাকা ফিল্ডারকে। হয়ে যায় বাউন্ডারি।
লিটন কুমার দাস ও ইয়াসির চৌধুরি একে অপরের দিকে তাকিয়ে থাকেন। তখন ৪০ রানে খেলছিলেন কুসল মেন্ডিস।
ছক্কায় জুটির পঞ্চাশ
আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে চলা কুসল মেন্ডিস স্কয়ার লেগ দিয়ে ছক্কায় ওড়ালেন নাঈম হাসানকে। এই বাউন্ডারিতে করুনারত্নের সঙ্গে তার জুটির পঞ্চাশ হয়ে গেল।
জুটিতে অগ্রণী মেন্ডিসই। যেখানে তার রানই ৪০ রান। ২৬ বলে এই রান করেছেন মেন্ডিস।
শ্রীলঙ্কার লিড
২৯ রানে পিছিয়ে থেকে পঞ্চম দিন শুরু করা শ্রীলঙ্কা লিড নিতে খুব বেশি সময় নিল না। দিনের পঞ্চম ওভারেই তারা পেরিয়ে গেল বাংলাদেশকে।
দলের রান বাড়ানোর কাজটি করছেন কুসল মেন্ডিস। তাইজুল ইসলামকে চার মেরে রানের খাতা খোলা এই ব্যাটসম্যান খেলছেন টি-টোয়েন্টি মেজাজে।
সৈয়দ খালেদ আহমেদের এক ওভারে নেন ১৪ রান, টানা মারেন তিন চার। ২১তম ওভার করতে আসা এই পেসার প্রথম দুই বল করেন শর্ট। পুল শটে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠান কুসল মেন্ডিস। তৃতীয় বলটি কাভার ড্রাইভে চার।
পরের ওভারে তাইজুলকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মিড-অফ ফিল্ডারের মাথার ওপর দিয়ে চার মারেন কুসল মেন্ডিস। ১৯ বলে ডানহাতি এই ব্যাটসম্যানের রান ২৮।
দিমুথ করুনারত্নের ৫৮ বলে ২৪। শ্রীলঙ্কার রান ২২ ওভার শেষে ২ উইকেটে ৭৬। তারা এগিয়ে ৮ রানে।
মাঠে ফিরলেন আম্পায়ার কেটেলবরো
চতুর্থ দিন দ্বিতীয় সেশনে হুট করে মাঠ ছেড়ে যাওয়া রিচার্ড কেটেলবরো পঞ্চম ও শেষ দিনের শুরুতেই আবার ফিরলেন নিজ দায়িত্বে।
বাংলাদেশ ইনিংসের ১৩৯তম ওভার শেষে মাঠ ছেড়েছিলেন ইংলিশ আম্পায়ার কেটেলবরো। তার জায়গায় কাজ চালান তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা জো উইলসন।
পঞ্চম দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দিনের প্রথম ওভারেই তাইজুল ইসলামকে দুই চার হাঁকান নতুন ব্যাটসম্যান হিসেবে নামা কুসল মেন্ডিস।
শেষের রোমাঞ্চের অপেক্ষা
চতুর্থ দিনে শেষ হয়েছে কেবল দুই দলের প্রথম ইনিংস। তাতে ম্যাচের সবচেয়ে সম্ভাব্য ফল হয়তো ড্র। তবে শেষ বেলায় শ্রীলঙ্কার ২ উইকেট নিয়ে নিজেদের সম্ভাবনা কিছুটা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। তাইজুল ইসলামের হাত ধরে জাগা ক্ষীণ আশাকে পূর্ণতা দিতে মাঠে নামছে মুমিনুল হকের দল।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ৬৮ রানের লিড পাওয়া বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে ২৯ রানে।
৪৫ বলে ২ চারে ১৮ রানে অপরাজিত আছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
উইকেট থেকে স্পিনাররা টার্ন পাচ্ছেন, বাউন্সও অসমান। শেষ দিনে তাই ব্যাটিং করা খুব সহজ হবে না। এই সুবিধা কাজে লাগাতে উন্মুখ বাংলাদেশ।
চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬৫
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ১৭.১ ওভারে ৩৯/২ (ওশাদা ১৯, করুনারত্নে ১৮*, এম্বুলদেনিয়া ২; নাঈম ৯-৩-২১-০, খালেদ ১-০-৬-০, সাকিব ৬-৩-১২-০, তাইজুল ১.১-১-০-১)