উপজেলার
চিত্রাপাড়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় তারা আহত হয় বলে কোটালীপাড়া থানার পরিদর্শক
মো. জাকারিয়া জানান।
আহত শিশুদের
বয়স ১১ ও ১৩ বছর। তারা মামাত-ফুফাত ভাই।
পরিদর্শক
জাকারিয়া পরিবারের বরাতে বলেন, ঘরের দরজা বন্ধ করে দিয়াশলাইয়ের বারুদ দিয়ে বাজি বানিয়ে
ফোটানোর সময় একটি গ্যাসের লাইটার বিস্ফোরিত হয়। এতে তারা আহত হয়।
রাতেই
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান পরিদর্শক।