মে দিবস উপলক্ষে শুক্রবার
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘উন্নয়নের সুফল থেকে শ্রমিকরা বঞ্চিত কেন?’ শীর্ষক আলোচনা
সভায় এ কথা বলেন তিনি। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) এ সভার আয়োজন করে।
বাংলাদেশ ইনস্টিটিউট
অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন বলেন, “আমাদের জিডিপি
(মোট দেশজ উৎপাদন) এখন ৪১০ বিলিয়ন ডলার; ১৯৯০ থেকে শুরু করে গত ৩০ বছরে ব্যাপকভাবে
বেড়েছে। আর যদি মজুরি আয়ের কথা বলি তাহলে তা অনেক কম। দুইটির মধ্যে বিশাল ব্যবধান।
“কৃষক বা অন্য শ্রমিকের
প্রকৃত মজুরি যে বাড়েনি তা নয়, তবে সেই বাড়ার হার উৎপাদনশীলতা বৃদ্ধির তুলনায় অনেক
দূরে। বঞ্চনার সেটিই হচ্ছে মৌলিক স্ট্যাটিস্টিকস। জিডিপি যে হারে বাড়ছে, যে হারে আমাদের
শ্রমের উৎপাদনশীলতা বাড়ছে, সেই হারে প্রকৃত মজুরি বাড়ছে না।”
৩০-৪০ বছর আগে শ্রমিকদের
মজুরি ও অধিকার নিশ্চিত হওয়ার কারণ থাকলেও এখন সেই অবস্থার পরিবর্তন ঘটেছে বলে মনে
করেন এই অর্থনীতিবিদ।
“আগে দৃষ্টিভঙ্গি ছিল
অন্যরকম, ‘৮০ কিংবা ‘৯০ দশকে শিল্প কলকারখানা ভেঙ্গে পড়েছিল, হঠাৎ করে তখন প্রাইভেটাইজেশন
হচ্ছিল। তখন শিল্পখাতে শ্রমিক কমে গিয়েছিল। এই অবস্থা এখন নেই।”
তিনি বলেন, “বাংলাদেশে
যত অগ্রগতি হয়েছে তার সিংহভাগ উন্নতির দাবিদার হচ্ছে শ্রমিকরা।”
পরিসংখ্যান তুলে ধরে
বিনায়ক সেন জানান, ১৯৯০-৯১ সালে দেশের মোট আয়ের মধ্যে শিল্পখাতের অবদান ছিল ১০ শতাংশের
মত; এখন সেটা ১৯ শতাংশের ওপরে, প্রায় ২০ শতাংশ (২০১৯-২০)।
একই সময়ে ভারতের শিল্পখাতে
দেখা যায়, বাংলাদেশের তুলনায় শিল্পখাতে তাদের অবদান বেশি ছিল। তাদের এখন ১৭ শতাংশে
নেমে এসেছে। অর্থাৎ বাংলাদেশের তুলনায় কম। পাকিস্তানেও ১৯৯০-৯১ সালে বাংলাদেশের তুলনায়
বেশি ছিল, তাদেরও কমে এসেছে বলে উল্লেখ করেন তিনি।
বিআইডিএসের মহাপরিচালক
বলেন, “গত ৩০ বছরে ভারত ও পাকিস্তানে জাতীয় আয়ে শিল্পখাতে অবদান কমে গেছে। শুধু বাংলাদেশে
জিডিপি ১০ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নতি হয়েছে। এটি সরকারি পরিসংখ্যানের হিসাব নয়, তা
বিশ্বব্যাংকের জরিপের হিসাব।”
“গত ৩০ বছরে যে পরিমাণ
জিডিপির উন্নতি হয়েছে এই অবদানের প্রধান চালিকা শক্তি হচ্ছে উৎপাদন খাত। এই খাতে শেয়ার
বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। আগামীতে আরও বাড়বে।”
তিনি বলেন, “আগে শ্রমিকদের
ন্যায্য মজুরি ও অধিকার সম্ভব ছিল না, এখন তো সম্ভব হয়েছে। এই প্রশ্ন আপনারা রাখতে
পারেন।”
আলোচনা সভায় শ্রমিকদের
জন্য বেশ কিছু দাবিও তুলে ধরা হয়।
এগুলোর মধ্যে ‘ন্যূনতম
মজুরি ২০ হাজার ঘোষণা করতে হবে’, ‘কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন কর,’ ‘ছাঁটাই-নির্যাতন
বন্ধ কর,’ ‘শ্রমিকদের রেশনিং প্রথা চালু কর’, ‘রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন ও চালু
কর,’ ‘বেকার শ্রমিকদের জীবনধারণ উপযোগী বেকার ভাতা দিতে হবে’ বলে দাবি করা হয়।
এসব দাবির বিষয়ে বিনায়ক
সেন বাজেটকে সামনে রেখে শ্রমিকদের নানা দাবি-দাওয়া মধ্যে শুধু শ্রমিকদেরই নয়, সবার
স্বাস্থ্য নিরাপত্তার ব্যবস্থা রাখার পরামর্শ দেন।
একইভাবে সামাজিক সুরক্ষা
কর্মসূচি সার্বজনীন করতে পদক্ষেপ নেওয়ার কথা বলেন।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “উন্নয়ন হচ্ছে, কিন্তু শ্রমিকরা তা পাচ্ছে
কি না? উন্নয়ন হচ্ছে কী হচ্ছে না, তা বলার আগে বুঝতে হবে কার উন্নয়ন হচ্ছে?
“দেশে ১৮ কোটি মানুষ
আছে, এর মধ্যে ১৭ কোটি ৯০ লাখ মানুষের খুব একটা পরিবর্তন দেখা যাচ্ছে না। মাত্র ১০
লাখ মানুষের পরিবর্তন দেখা যাচ্ছে। এটাকে আপনি আদৌ উন্নয়ন বলবেন কিনা?”
‘সাধারণ’ অর্থনীতিবিদরা
মানুষের উন্নয়নকে উন্নয়ন বলি এবং অধিকাংশ মানুষের উন্নয়ন না হলে সেই উন্নয়ন প্রশ্নবিদ্ধ
হয় বলে মন্তব্য করেন তিনি।
“এখানে প্রশ্ন হচ্ছে- সব মিলিয়ে উন্নয়ন হয়েছে কি,
হয়নি? এখন বাংলাদেশে বড় লোকও খুশি না, গরীবও খুশি না, একমাত্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রী
খুশি,” যোগ করেন তিনি।
অধ্যাপক আকাশ বলেন,
“এখন তো বড় লোকও বলতে পারে যে, পি কে হালদার এত তাড়াতাড়ি তিন হাজার কোটি টাকা উপার্জন
করল! আমি তো এত কষ্ট করেও ১০০ কোটি টাকা উপার্জন করতে পারলাম না। তাহলে আমার প্রতি
অবিচার হয়েছে। সেই বড় লোকও খুশি হবে না।”
টিইউসি সভাপতি শ্রমিক
নেতা শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের সহ সভাপতি মাহবুবুল আলম,
সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য
দেন।