ক্যাটাগরি

নরওয়েতে ছুরি হামলায় আহত ৩

শুক্রবারের
এ হামলার ঘটনায় জড়িতসন্দেহে একজনকে আটক করার কথাও তারা জানিয়েছে।

“অপরাধীকে
আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি বলে নিশ্চিত করছি। আরও অপরাধী আছে বলে মনে করছি না
আমরা,” পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন।

পুলিশ প্রথম দিকে ৪ জনের ছুরিকাহত হওয়ার কথা জানিয়েছিল।

হামলার কারণ এবং আটক ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা
যায়নি।