ক্যাটাগরি

ব্রাজিলিয়ান ক্লাব মিনেইরোর অজেয় রেকর্ড

গ্রুপ পর্বের ম্যাচে গত বৃহস্পতিবার একুয়েডরের ক্লাব ইন্দিপেন্দিয়েন্ত দেল ভায়ের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে মিনেইরো। এই জয়ের মধ্য দিয়েই রেকর্ডটি গড়ে ক্লাবটি।

১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টানা ১৭ ম‍্যাচ অপরাজিত থেকে রেকর্ড গড়েছিল পেরুর ক্লাব স্পোর্তিং ক্রিস্তাল। ২০২০ ও ২০২১ সাল মিলিয়ে ১৭ ম‍্যাচ অপরাজিত থেকে তাদের রেকর্ড ভাগ বসায় ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো। তাদের ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেল মিনেইরো।

গ্রুপ ‘ডি’-এর শীর্ষে ওঠার পাশাপাশি এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে মিনেইরো।

দুই অর্ধে দুই গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্ক এখন পর্যন্ত কোপা লিবের্তাদোরেসে গোল করেছেন ৯টি। ক্লাবের ইতিহাসে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তার চেয়ে বেশি গোল করেছেন কেবল জো (১১)। ৩৫ বছর বয়সী জো তার অধিকাংশ গোলই করেছিলেন ২০১৩ সালে। ওই বছরই মিনেইরো তাদের প্রথম ও একমাত্র শিরোপা জিতেছিল এই প্রতিযোগিতায়।