ক্যাটাগরি

শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে

শুক্রবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উপজেলার ঘোষেরহাট এলাকার মিয়ারবাজারে এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান।

নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম (২৪) এবং একই উপজেলার হোসেন পাটওয়ারীর ছেলে আবদুল্লাহ (২৫)।

ওসি বলেন, অটোরিকশাটি হাজীগঞ্জ উপজেলা থেকে চাঁদপুর শহরের দিকে আসছিল। আর পিকআপভ্যানটি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। অটোরিকশায় করে ফাতেমা, আবদুল্লাহসহ চারজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার অংশ নিতে যাচ্ছিলেন। তাদের গন্তব্য ছিল চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজ। পথে দুর্ঘটনার কবলে পড়ে অটোরিকশাটি। 

এতে ফাতেমা ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় তিনজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশা ও পিকআপভ্যানের চালক পালিয়ে গেছে।