গ্লিটজ প্রতিবেদক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2022 10:15 AM BdST
Updated: 21 May 2022 11:56 AM BdST
দক্ষিণ ফ্রান্সের শহর কানে বসেছে চলচ্চিত্র উৎসব, আর এই উৎসবের লাল গালিচা মাতাচ্ছেন সারাবিশ্বের তারকারা।
-
গায়িকা তালিয়া স্ট্রপ নামের মতোই যেন ঝড় তুলেছেন কানের লাল গালিচায়। ছবি: রয়টার্স।
-
বরাবরের মতোই কানে আলো ছড়ালেন ঐশ্বরিয়া রায়। ছবি: রয়টার্স
-
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন মোহনীয় শাড়িতে। এবারের উৎসবে জুরি বোর্ডেও রয়েছেন তিনি। ছবি: রয়টার্স।
-
ভারতের আরেক অভিনেত্রী পূজা হেগড়েও কাড়ছেন দৃষ্টি। ছবি: রয়টার্স।
-
বলিউড তারকা উর্বষী রাউতেলা যেন উড়তে চাইছেন। ছবি: রয়টার্স।
-
টপ গান অভিনেত্রী মালভিকা সিটলানির পোশাক ধরতেও লেগেছিল সহকারী। ছবি: রয়টার্স।
-
সুপার মডেল আদ্রিয়ানা লিমার সন্তানসম্ভবা, তাই তার এই পোশাক। ছবি: রয়টার্স।
-
তুর্কি-জার্মান অভিনেত্রী মেরিয়েম উজেরলি যেন ডানা মেলতে চাইছেন। বাংলাদেশে তার পরিচিতি সুলতান সুলেমানের হুররাম হিসেবে। ছবি: রয়টার্স।
-
জর্মান মডেল ক্যারোলিন ডউর হয়ে গিয়েছিলেন ‘পিংক গার্ল’। ছবি: রয়টার্স।
-
কানের গালিচায় এলি ফ্যানিং আর এভা লঙ্গোরিয়া। তারা দুজনই টপগান অভিনেত্রী। ছবি: রয়টার্স।
-
ফরাসি মডেল ফ্রেদেরি বেলও যেন ওড়ার জন্য তৈরি। ছবি: রয়টার্স।
-
ফরাসি মডেল ইরস মিতেঁনায়রে হাঁটের কালো পোশাকে। ছবি: রয়টার্স।
-
লাল গালিচায় শুভ্রতা ছড়ালেন এমিলিয়া শুল। ছবি: রয়টার্স।