ক্যাটাগরি

ঘর থেকে ডেকে নিয়ে শিশুকে ‘ধর্ষণ’, বাসচালক গ্রেপ্তার

র‍্যাব ১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, শেরপুর জেলার সদর উপজেলার সুবর্ণচর ঘুঘুরাকান্দি এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাসচালক মো. আব্দুল মনসুর (৫০) নগরীর চরকালীবাড়ী পশ্চিমপাড়া এলাকার আছর আলীর ছেলে।

মেজর আখের বলেন, শিশুটি পরিবারের সঙ্গে নগরীর একটি বাড়িতে ভাড়া থাকে। গত ১৭ মে শিশুটি ঘরে পড়ছিল। এ সময় মনসুর তাকে ডেকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে তার মা এগিয়ে গেলে মনসুর পালিয়ে যায়।

পরে শিশুটি তার পরিবারকে ঘটনা জানালে তার বাবা বাদী হয়ে পরদিন কোতোয়ালি মডেল থানায় মনসুরকে আসামি করে মামলা করেন।

পরে র‍্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান আখের।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।