শুক্রবার সকালে নগরীর বিমানবন্দর সড়কে
টিএসপি কমপ্লেক্সের কাছে এ দুর্ঘটনা বলে ইপিজেড থানার ওসি কবিরুল ইসলাম জানান।
নিহত বেণুরাম নাথ (৪৮) চট্টগ্রাম নগর পুলিশের
লাইনে সশস্ত্র শাখায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
ওসি বলেন, বেণুরাম সকালে ইস্টার্ন রিফাইনারিতে
নিরাপত্তা দলে দায়িত্বে ছিলেন। সাড়ে ৯টার দিকে তিনি ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে
মোটরসাইকেল নিয়ে বের হয়ে দুর্ঘটনায় পড়েন।
“প্রাথমিকভাবে
মনে হচ্ছে, দ্রুতগামী কোনো গাড়ির চাপায় বেণুরাম নিহত হয়েছেন। তবে সকালে ওই সড়কে যান
ও জনসাধারণের চলাচল কম ছিল। তাই কোন গাড়ি তার মোটরসাইকেলকে চাপা দিয়েছে তা নিশ্চিত
হওয়া যায়নি।”
বেণুরামের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চাপা দেওয়া গাড়ি শনাক্তে কাজ চলছে বলে জানান ওসি।