শুক্রবার মার্কিন বিমান ঘাঁটি ওসানে বাইডেনকে স্বাগত জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন।
এসময় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীর কমান্ডিং জেনারেল পল ল্যাকামেরা।
সফরকালে জো বাইডেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়োলের সঙ্গে স্যামসাং ইলেক্ট্রনিক্সের একটি প্লান্টে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
শনিবার তাদের দিনব্যাপী কর্মসূচি রয়েছে। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট সুক-ইয়োল গত ১০ মে দায়িত্ব নেওয়ার পর দুই নেতার মধ্যে এটিই হবে প্রথম সাক্ষাৎ।
প্রেসিডেন্ট সুক-ইয়োল ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
দক্সিণ কোরিয়া সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কাছ থেকে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় শক্তিশালী সুরক্ষা ব্যবস্থার আশ্বাস পাবেন বলে আশা করছেন সুক-ইয়োল।