ক্যাটাগরি

পিরোজপুরে বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

উপজেলার রাঙ্গাপোলে মঠবাড়িয়া-চরখালী সড়কে শুক্রবার বেলা ১১টার দিকে তারা হতাহত হন বলে
মঠবাড়িয়া থানার ওসি মুহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান।

নিহত হারুন-অর-রশিদ শেখ (৫০) সদর
উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইনিয়নের গড়ঘাটা গ্রামের গহর আলী শেখের ছেলে।

দুর্ঘটনায় আহত হয়েছেন হারুনের
ছেলে ও নাতি।

ওসি স্থানীয়দের বরাতে বলেন,
পাথরঘাটাগামী হানিফ পরিবহনের একটি বাস রাঙ্গাপোলে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা
দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী মারা যান।

আর আহত হন মোটরসাইকেল আরোহী
তার ছেলে ও নাতি। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

দুর্ঘটনার পর স্থানীয়রা
বাসচালক ও তার সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ আইনি পদক্ষেপ নেবে বলে জানান
ওসি।