শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা
ঘটে বলে স্টেশন মাস্টার মাগফিন হাসান জানান।
নিহতরা হলেন উপজেলার কাজিপুরা গ্রামের বাসিন্দা আবদুল মান্নান (৬৫)
এবং তার আট বছরের নাতি জুনায়েত হোসেন।
স্টেশন মাস্টার বলেন, দাদা ও নাতি স্টেশনের পূর্বপাশ থেকে পশ্চিম
পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে দুজন
ঘটনাস্থলেই মারা যান।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি হারুন অর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার
আগেই স্বজনরা মৃতদেহ দুটি নিয়ে গেছে।