শুক্রবার নিয়োগ পাওয়াদের মধ্যে
স্বাস্থ্য, বাণিজ্য ও পর্যটনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও রয়েছেন বলে বার্তা সংস্থা
রয়টার্স জানিয়েছে।
প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া
সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, “নতুন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার নয়জন মন্ত্রী প্রেসিডেন্ট
গোটাবায়া রাজাপাকসের কাছে শপথ নিয়েছেন।”
শ্রীলঙ্কার গ্যাস, জ্বালানির ঘাটতি ‘কমার পথে’
সরকারবিরোধী বিক্ষোভকারীদের চাপে
চলতি মাসে প্রেসিডেন্ট গোটাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে
পদত্যাগ করার পর অভিজ্ঞ রাজনীতিক পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য রনিল বিক্রমাসিংহকে
ওই পদে নিয়োগ পান। তারপর থেকে মন্ত্রিসভায় মোট ১৩ জন নতুন সদস্যকে নিয়োগ দিলেন তিনি।
বলা হচ্ছে, কোভিড মহামারীতে পর্যটন
খাত থেকে আয় শূ্ন্যে নেমে যাওয়া, ইউক্রেইন যুদ্ধের ফলে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য
বৃদ্ধি এবং জনগণের মন জয় করতে রাজাপাকসে সরকারের কর কর্তন শ্রীলঙ্কার আজকের পরিস্থিতির
জন্য মূলত দায়ী।