সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়ায়
১৯৯৯ সালে স্থাপিত এ কলেজ এখন থেকে ‘কুড়িপাড়া আলহাজ মোহাম্মদ নাসিম মডেল কলেজ’ হিসেবে
পরিচিত হবে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ
শিক্ষা বিভাগের এক আদেশে কলেজটির নতুন নামকরণের বিষয়টি জানানো হয়।
চার জাতীয় নেতার অন্যতম এম
মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জের কাজীপুরের কুড়িপাড়া
গ্রামে জন্মগ্রহণ করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে
২০২০ সালের ১৩ জুন মৃত্যু হয় আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যের।
তার নির্বাচনী আসন সিরাজগঞ্জ-১
থেকে উপ-নির্বাচনে জিতে এমপি হন তারই ছেলে তানভীর শাকিল জয়।
নাসিমের গ্রামের কলেজটির নাম
পরিবর্তন করতে ২০২১ সালের ২৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিলেন রাজশাহী
বোর্ডের চেয়ারম্যান।
তাতে মন্ত্রণালয়ের সম্মতি দেওয়ার
বিষয়টি বৃহস্পতিবারের আদেশে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।