ভ্যারাইটি ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দি সিনেমা “ইন দ্য রিং” এ অভিনয় করতে যাচ্ছেন সিয়াম।
এ সিনেমার কাহিনী আবর্তিত হবে কলকাতার খিদিরপুরের ১৭ বছর বয়সী মুসলমান নারী বক্সার শামাকে ঘিরে। পরিচালনা করবেন নির্মাতা অলকা রঘুরাম।
এর আগে তিনি কলকাতার মুসলমান নারী বক্সারদের নিয়ে ‘বোরকা বক্সারস’ নামে একটি ডকুমেন্টারি বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
রঘুরাম ভ্যারাইটিকে কে বলেন, “আমি এই স্ক্রিপ্টটি লিখতে শুরু করি যখন ডকুমেন্টারি ‘বোরকা বক্সারস’ এর চিত্রগ্রহণ করছিলাম। গল্পের এই বিশেষ সংস্করণটি তৈরি করতে এক দশকেরও বেশি সময় লেগেছে।“
‘ইন দ্য রিং’ প্রযোজনা করছেন সিঙ্গাপুরের শ্রেয়সী সেনগুপ্ত এবং ভারতের সৌভিক দাসগুপ্ত। আর নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন লস অ্যাঞ্জেলেসের রিক অ্যামব্রোজ।
মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই সিনেমায় সিয়াম ছাড়াও অভিনয় করবেন নেটফ্লিক্সের ‘লিটল থিংস’ খ্যাত অভিনেত্রী মিথিলা পালকার, অভিনেতা জাভেদ জাফরিসহ অনেকে।
এ সিনেমায় আরো থাকছেন রাজিয়া শবনম, যিনি আন্তর্জাতিক বক্সিংয়ে রেফারি ও কোচের দায়িত্ব পাওয়া প্রথম ভারতীয় নারীদের একজন।
আর বাংলাদেশের অভিনেতা সিয়ামকে শেষ দেখা গিয়েছিল সিনেমা ‘শান’ এ।