ক্যাটাগরি

১৬ ঘণ্টা পর চালু দৌলতদিয়ার ফেরিঘাট

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘাট দুটি চালু হয় বলে জানান বিআইডব্লিউটিসির
দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।

পদ্মায় হঠাৎ পানি বেড়ে বৃহস্পতিবার মধ্যরাতে দৌলতদিয়ার ৪ ও ৫ নম্বর ফেরিঘাট
তলিয়ে যায়।

তবে ২, ৩ ও ৭ নম্বর ঘাট দিয়ে যান পার করা হয় সে সময়। তবু সৃষ্টি হয় যানবাহনের
দীর্ঘ সারি। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।


তলিয়েছে দৌলতদিয়ার ২ ঘাট, দীর্ঘ জটে ভোগান্তি
 

ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, বিকাল ৩টার দিকে ঘাট দুটি সংস্কারের কাজ
শুরু করে বিআইডব্লিউটিএ। দেড় ঘণ্টার চেষ্টায় রেকার দিয়ে র‌্যাম টেনে তুলে ঘাট দুটি
স্বাভাবিক করা হয়।

ঘাট এলাকায় যেসব যান পারের অপেক্ষায় রয়েছে তা দ্রুত পার করার চেষ্টা চলছে
জানিয়ে তিনি বলেন, এ রুটে ছোট-বড় মিলে ১৮টি ফেরি দিয়ে যান পার করা হচ্ছে।

তিনি জানান, দৌলতদিয়ায় বর্তমানে ছয়টি ঘাট সচল আছে। এত দিন ঘাটগুলো নিচু
স্তরে ছিল। পদ্মায় পানি বাড়ায় দুটি ঘাটের র‌্যাম তলিয়ে যায়। দুর্ঘটনা এড়াতে সাময়িক
বন্ধ রাখা হয় ঘাট দুটি। এখন প্রতিটি ঘাট মধ্যম স্তরে আনা হয়েছে। সেই সাথে পানি বাড়ার
কারণে ৬ নম্বর ঘাটটি চালু করা হয়েছে।