ক্যাটাগরি

একমাত্র কূটনীতিই পারে যুদ্ধ থামাতে: জেলেনস্কি

ইউক্রেইনের টেলিভিশনে বক্তৃতা
দেওয়ার সময় তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে তার দেশ বিজয়ী হতে পারে কিন্তু শুধুমাত্র ‘আলোচনার
টেবিলেই’ যুদ্ধ চূড়ান্তভাবে বন্ধের সিদ্ধান্ত হতে পারে।

জেলেনস্কি বলেন, “সংঘাত রক্তাক্ত
হতে পারে, লড়াই হতে পারে কিন্তু এটি শুধুমাত্র কূটনীতির মাধ্যমেই নিশ্চিতভাবে শেষ হতে
পারে।”  

যেহেতু কোনো পক্ষই কোনো ছাড় দিতে
চাচ্ছে না তাই এটি সহজ হবে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি, জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার ইউক্রেইন পক্ষের প্রধান
আলোচক মিখাইলো পদোইলাক বলেছেন, আলোচনা আটকে আছে।     

এর পরদিন বুধবার ক্রেমলিনের মুখপাত্র
দিমিত্রি পিসকভ কিইভ কর্তৃপক্ষকে অভিযুক্ত করে বলেন, তারা শত্রুতা শেষ করতে আলোচনা
চালিয়ে যেতে চাচ্ছে না।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে,
প্রায় এক মাস আগে ২২ এপ্রিল দু’পক্ষের মধ্যে শেষ বৈঠকটি হয়েছিল।