ক্যাটাগরি

কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ

শুক্রবার যখন ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লংগিং’ এর তারকারা লাল গালিচায় হাঁটছিলেন, তখন এক তরুণী নগ্ন হয়ে নেমে পড়েন সেখানে।

রয়টার্স জানিয়েছে, নাম না জানা ওই তরুণী দেহ ছিল ইউক্রেইনের পতাকার রঙে রাঙা। তার উপর লেখা ছিল- ‘আমাদের ধর্ষণ করা থামাও’।

প্রায় নগ্ন ওই তরুণী যখন লাল গালিচায় নেমে পড়েন, তখন সেখানে হাঁটতে থাকা ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লংগিং’ তারকা ইডরিস এলবা ও টিল্ডা সুইনটন পড়েন অস্বস্তিতে।

ওই তরুণী চেঁচিয়ে কিছু বলছিলেন, নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে ওই তরুণীকে একটি জ্যাকেটে আবৃত করে তাকে সরিয়ে নিয়ে যায়।

ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ শুরুর পর নানা উৎসবে্ পড়ছে তার ছায়া। ফ্রান্সে এবারের কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও ভাষণও দেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।