গ্লিটজ ডেস্ক,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2022 05:59 PM BdST
Updated: 21 May 2022 05:59 PM BdST
এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলিউডের প্লেব্যাক শিল্পী কানিকা কাপুর; ঢাকাই সিনেমা ‘রক্ত’র ‘ডানাকাটা পরী’ শিরোনামে গানের জন্য বাংলাদেশেও বেশ পরিচিত এ গায়িকা।
-
যুক্তরাজ্যের লন্ডনের ব্যবসায়ী গৌতম হাতিরামানির সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ে সেরেছেন কানিকা; শুক্রবার লন্ডনের এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত বিয়ের আসরে দুই পরিবারের নিকট আত্মীয়রা উপস্থিত ছিলেন।
-
শুক্রবার নিজের ইনস্টাগ্রামে গৌতমের সঙ্গে তোলা কয়েকটি আলোকচিত্র পোস্ট করে কানিকা লিখেছেন, “আমি তোমাকে খুব ভালোবাসি।”
-
বাগদানের পর দুই গোলাপ থাকে ক্যামেরার সামনে দাঁড়ালেন কানিকা কাপুর; যিনি সানি লিওনি অভিনীত ‘রাগিনি এমএসএস ২’ সিনেমায় ‘বেবি ডল’ গান গেয়ে আলোচিত হয়েছেন।
-
পরীমনি অভিনীত ঢাকার ‘রক্ত’ সিনেমায় আকাশ সেনের সঙ্গে ‘আমি ডানাকাটা পরী’ গানে কণ্ঠ দিয়ে আলোচিত হয়েছেন কানিকা কাপুর।
-
মেহেদি অনুষ্ঠানে নাচের মুহূর্তে কনিকা ও গৌতম।