ক্যাটাগরি

মাদারীপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকে কুপিয়ে জখম

শুক্রবার বিকালে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান।

আহত সোহাগ মাতুব্বর (৩৮) ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা শাজাহান মাতুব্বরের ছেলে ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সোহাগের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সোহাগকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, “ধারালো অস্ত্র দিয়ে সোহাগের মাথায় আঘাত করা হয়েছে।”

ওসি বলেন, এ ঘটনায় তারা মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।