শুক্রবার দুপুরে জেলা
শহরের নতুনবাজারে মিজানুর রহমানের বাড়ি থেকে তাদের ধরা হয়।
আটক হয়েছেন ইব্রাহীম
হোসেন, সাগর আহম্মেদ, বিজয় বালা, মো. নুরুল হক হাওলাদার, মো. হারুন সরদার, রেজাউল করিম,
আবু সালাম, মুনছুর মন্ডল, রুবেল মাহমুদ, মিজানুর রহমান, রুমান হাসান, মাইনুল ইসলাম
ও ফরিদা বেগম।
শুক্রবার দেশের ২৯টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক
নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের
ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র কৃঞ্চ বিশ্বাস জানান, রাজবাড়ী পুলিশ সুপার
এমএম শাকিলুজ্জামানের নির্দেশনায় গোপন সংবাদে ডিবি পুলিশ জেলা শহরের নতুন বাজার এলাকার
মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে।
“সে সময় প্রশ্নপত্র
ফাঁসকারী চক্রের হোতা পটুয়াখালী জেলার মির্জাপুর উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক
মাঈনুল ইসলাম হাওলাদারসহ ১৩ জনকে আটক করা হয়।”
তিনি জানান, আটকদের
মধ্যে একজন মহিলা পরীক্ষার্থীসহ পাঁচ জন প্রাইমারি স্কুলের শিক্ষক রয়েছেন। অভিযানে
মোবাইল, মাস্টার কার্ড সদৃশ ডিভাইস, ছোট হেড ফোন, আড়িপাতা ডিভাইস, নগদ টাকা, হাতে লেখা
পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীর প্রবেশপত্রের
ফটোকপি, গাইড বইসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।
আটকরা রাজবাড়ীসহ দেশের
বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।