ক্যাটাগরি

আসামি ধরে ফেরার পথে দুর্ঘটনায় এসআইয়ের মৃত্যু

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম জানান, তার থানার ময়নার দোকান এলাকায় শনিবার ভোরে এ হতাহতের ঘটনা ঘটে।

মৃত সমিরন চন্দ্র দাসের বাড়ি হবিগঞ্জ সদরের পাঁচপাড়িয়ায়। তিনি রাজনগর থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন- রাজনগর থানার এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল  আব্দুল আজিজ ও মাসুক মিয়া এবং আসামি কানমশ সাঁওতাল, লক্ষণ সাঁওতাল ও কুর্মি মইনা।

আহতদের মধ্যে তিনজনকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে পুলিশের একটি পিকআপ ভ্যানে করে তিন আসামি নিয়ে থানায় ফিরছিলেন সমিরন। পথে ভ্যানের চাকা ফেটে গাছের সঙ্গে ধাক্কা লাগলে সমিরনসহ নয়জন আহত হন।

“পরে রাজনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

ময়নাতদন্ত শেষে সমিরনের লাশ স্বজনদের কাছে পাঠানো হবে বলে জেলার পুলিশ সুপার মো. জাকারিয়া জানান।