তিনি বলেন, “অনেকে বলেন এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এ ধরনের ভ্রান্ত ধারণা দূর করতে হবে। আমাদের ইভিএম মেশিনের মত সেরা মেশিন পৃথিবীর কোথাও নেই।
“রাজনৈতিক প্রতিটি দলে আইটি বিশেষজ্ঞ আছেন। তাদেরও আমরা আমাদের মেশিন দেখাব। তাদের হাতে ছেড় দিব। দেখান কোথায় ভুল আছে।”
শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আনিছুর বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক। বর্তমান কমিশনে আমরা যারা আছি, সকলে জনগণের অধিকার জনগণকে প্রয়োগ করতে দিব। যত ধরনের বাধাবিপত্তি আসুক না কেন, আমরা তা প্রতিহত করব। যদি প্রতিহত করতে না পারি তাহলে বসে থাকব না, চলে যাব।”
নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন কমিশন বসবে বলে তিনি জানান।
মাদারীপুরের ভারপ্রাপ্ত ডিসি ঝোটন চন্দ, ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা মতবিনিময়সভায় ছিলেন।