শুক্রবার বিকালে উপজেলার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জানান।
আহতরা হলেন- উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা কামাল হোসেন ওরফে লালুর ছেলে এহসানুল হক,(১৩), কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা মোহাম্মদ হানিবার ছেলে ওমর ফারুক (১৩) ও একই এলাকার মো. সৈয়দুল্লাহ’র ছেলে মো. আজিজুল্লাহ (১৪)।
তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইমুল বলেন, ওই তিন শিশুসহ খেলাধুলা করছিল। এ সময় বিদ্যুৎ সরবরাহের সংযোগ লাইনের খুঁটি থেকে তার ছিঁড়ে তাদের শরীরে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তারা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ক্যাম্প প্রশাসনকে অবহিত করার পর দুর্ঘটনাস্থলের বৈদ্যুতিক লাইনের সংযোগ মেরামত করা হয়েছে বলে জানান তিনি।