ক্যাটাগরি

কুড়িগ্রামে মা-ছেলেকে গলা কেটে হত্যা

উপজেলার নতুন বন্দর হাজীপাড়া গ্রামে শনিবার ভোরের দিকে তাদের হত্যা করা হয় বলে জানান রৌমারী থানার ওসি মোন্তাছির বিল্লাহ জানান।

নিহতরা হলেন ওই গ্রামের হাসিনুর রহমানের বোন হাফসা আক্তার (২৬) ও তার পাঁচ মাস বয়সী ছেলে।

হাফসার স্বামী ঢাকায় কাজ করেন বলে জানালেও হাসিনুর রহমান হত্যাকাণ্ড সম্পর্কে কিছু বলতে পারেননি।

গ্রামের আব্দুর সবুর নামে এক ব্যক্তি বলেন, তার বাড়ির পুকুরপাড়ের পাশে ধানক্ষেতে গোঙানির শব্দ শুনে লোকজন তাকে ডাকেন। ঘটনাস্থলে গিয়ে তারা শিশুটিকে মৃত এবং হাফসাকে গোঙাতে দেখেন।

“দুইজনের গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। জায়গাটি রক্তে ভেসে যাচ্ছিল।”

তারা খবর দিলে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। হাফসাকে প্রথমে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ খুনি সম্পর্কে কোনো তথ্য বলতে পারেনি।

ওসি মোন্তাছির বলেন, নিহতের স্বামীকে ঢাকা থেকে এসে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। ইতোমধ্যে শিশুটির মরদেহ থানায় নেওয়া হয়েছে। হাফসার মৃতদেহ ময়মনসিংহ থেকে রৌমারীর পথে রয়েছে। রোববার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। স্বজনরা এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জেলার পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানিয়েছেন।