ক্যাটাগরি

চন্দ্রিমা উদ্যানে মাসব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু

‘অগ্রগামী
কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ আয়োজিত এই ক্যাম্প শুক্রবার সকালে উদ্বোধন করা হয়
বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফাউন্ডেশনের
নির্বাহী কমিটির সদস্য সবুজ সমাদ্দার জানান, ‘মানবিকতার সাথে মানুষের পাশে’ স্লোগানকে
সামনে রেখে ‘অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ এই সেবা চালিয়ে যাবে সারা দেশে।
তবে চন্দ্রিমা উদ্যানে চলবে মাসব্যাপী – আগামী ২০ জন পর্যন্ত।

প্রতিদিন
সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত দুই ঘণ্টা বিনামূল্যে এই সেবা দেওয়া হবে বলে তিনি জানান।

তিনি বলেন,
“মানুষের অসংক্রামক রোগ – যেমন উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ওজন, ডায়াবেটিস ইত্যাদি পরবর্তী সময়ে
নানা জটিল রোগের প্রধান কারণ হয়ে দাঁড়ায়, এবং আমাদের জীবনকে শঙ্কায় ফেলে দেয়।

এসব রোগ
থেকে সতর্ক হওয়ার কথা বিবেচনায় রেখে ফাউন্ডেশন বিভিন্ন শহর এলাকায় বিনামূল্যে উচ্চ
রক্তচাপ, ডায়াবেটিস ও ওজন নির্ণয় কার্যক্রম শুরু করল বলে তিনি জানান।

“ক্রমান্বয়ে
আমরা এই সেবা বাংলাদেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আশাবাদী।”

এ সময়
অগ্রগামী কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. আহসান উল্লাহসহ
ফাউন্ডেশনের চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।