ক্যাটাগরি

জামালপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

উপজেলার ঋষিপাড়ায় শনিবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ঢাকাগামী ট্রেনে ওই ব্যবসায়ী কাটা পড়েন বলে জামালপুর রেলওয়ে থানার ওসি গুলজার হোসেন জানান।

নিহত শামছুল হক মণ্ডল (৫৫) উপজেলা সদরের কিংজাল্লার আমজাদ মণ্ডলের ছেলে।

শামছুলের মেয়ে লিমা আক্তার সাংবাদিকদের বলেন, মুরগির খাবার কেনার জন্য ইসলামপুর বাজার থেকে পাশের ধর্মকুড়া হাটে যাচ্ছিলেন তার বাবা। এ সময় ট্রেন এলে তিনি বুঝতে না পেরে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি গুলজার হোসেন।