ক্যাটাগরি

জুনে আসছে শ্রাবন্তীর ‘বিক্ষোভ’ ও বুবলীর ‘তালাশ’

সিনেমা দুটি প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ১০ জুন সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে ‘বিক্ষোভ’, তার পরের সপ্তাহে ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তালাশ’।

শাপলা মিডিয়ার প্রযোজনায় সড়ক আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ‘বিক্ষোভ’ সিনেমায় শ্রাবন্তীর বিপরীতে একজন শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করেছেন তরুণ অভিনেতা শান্ত খান। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমায় বুবলীর বিপীতে অভিনয় করেছেন আজাদ আদর; সিনেমাটি পরিচালনা করেছন সৈকত নাসির।

পরিচালকের সঙ্গে যৌথভাবে সিনেমার কাহিনি লিখেছেন আসাদ জামান। আদর-বুবলী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ।